বাউফলে রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়ীতা সম্মাননা প্রদান

বাউফলে রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়ীতা সম্মাননা প্রদান

সাইফুল ইসলাম, বাউফল: পটুয়াখালীর বাউফলে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই নারীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপির কাছ থেকে শিক্ষা ও ‘চাকুরী বিষয়ে’ ইন্দ্রকুল গ্রামের রাহিমা আক্তার, ‘সফল জননী’ পৌরশহরের মনোয়ারা বেগম, ‘অর্থনৈতিক ভাবে স্বাভলম্বী’ সায়মা আরা,‘সমাজ উন্নয়নে অবদান’ ইয়াসমিন ফারুক ও ‘নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু’ করার বিষয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন এই নারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া ও বাউফল প্্েরসক্লাব সাবেক সভাপতি আল মামুন। জয়ীতা সম্মাননা ক্রেস প্রদান শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে মূল অনুষ্ঠান শুরু আগে নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি শ্লোগান নিয়ে বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী মানববন্ধন করেন। অফিসার সেলফ মোসা: নাসিমা আক্তার জানান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী আওতায় উপকারভোগী নয়নতারা বেগম এ বছর ‘নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু’ করার বিষয়ে সম্মাননা পেয়েছেন।